মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বিলকিস বানু’র মিলাদ ও দোয়া মাহফিল আগামীকাল সোমবার (১১ জানুয়ারি) বাদ মাগরিব রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারস্থ আবাসিক মসজিদে অনুষ্ঠিত হবে।
তিনি গত ৮ জানুয়ারি সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। নামাজে জানাজা শেষে মরহুমাকে মোহাম্মদপুর ঈদগাহ মাঠস্থ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সর্বশেষ নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে অবসরে যান।
তার একমাত্র মেয়ে শাহানা ফেরদৌস সীমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, জামাতা হাসান আহমেদ চৌধুরী কিরণ এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান।
মরহুমার ছেলে মুহাম্মদ শাকিল মাহমুদ ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আইটি বিভাগের এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও তিনি মৃত্যুকালে স্বামী, নাতি-নাতনী, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।