রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের মথুরাপুর গ্রামে নদী ভাঙ্গন কবলিত ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল।
রবিবার দুপুরে ওই মাঠ পরিদর্শনকালে মাঠটির নদী ভাঙ্গনের কবল থেকে মাঠটি রক্ষায় নদীর ধারে গাইড ওয়াল নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বড়দরগাহ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরওয়ার জাহান, বড়দরগাহ ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মন্ডল, ইউপি সদস্য আলতাব হোসেন, ইউপি সদস্য আবুল কালাম, আ: হাই প্রমুখ ঈদগাহ মাঠের সভাপতি আবু তাহের মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, মোয়াজ্জেম হোসেন তালুকদারসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও মাঠের মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ওই মাঠে পীরগঞ্জ ও মিঠাপুকুরের ৪ গ্রামবাসী ঈদের নামাজ আদায় করেন।