কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার কলাপাড়া শিক্ষক পরিবারের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সুরাইয়া নাসরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো: আবু ইউসুফ, শিক্ষিকা সোহেলা পারভীন, নাজমুস সাকিব খান কনা, প্রভাষক মো: মাসুম বিল্লাহ ও শিক্ষক মো: পলাশ।
বক্তারা অনতিবিলম্বে প্রধান শিক্ষক শামসুদ্দিনের উপর হামলাকারী ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে বসে চেয়ার দিয়ে পিটিয়ে প্রধান শিক্ষক শামসুদ্দিনকে রক্তাক্ত জখম করে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খান। বর্তমানে প্রধান শিক্ষক কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।