প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ রানী (৭২) সোমবার ভোর সোয়া ৪ টায় উপজেলা সদরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিনী। পাশাপাশি তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে অবসর গ্রহন করেন।
আজ সোমবার বিকেল ৩ টায় পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাযা এবং প্রয়াতের গ্রামের বাড়ী ফতেপুরে বাদ আছর ২য় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।