রংপুরের পীরগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গোপীনাথপুরে মেসার্স এগ্রো কমপ্লেক্স লিমিটেড পুকুরে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই প্রতিযোগিতায় ৮টি দল অংশ গ্রহণ করে।
এতে বদরগঞ্জ থানা দল চ্যাম্পিয়ন ও নবাবগঞ্জের কড়াইবাড়ী গ্রাম দল রানার্সআপ হবার গৌরব অর্জন করে। ওইদিন সন্ধ্যায় এগ্রো কমপ্লেক্স চত্ত্বরে বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, রংপুর জেলা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক লুৎফর রহমান মন্ডল, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল। এ সময় পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরওয়ার জাহান, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল করিম সরকার, সৈয়দ রায়হান বিপ্লবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজ সেবক ও মদনখালী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মানিকের পৃষ্ঠপোষকতায় ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।