রংপুরের পীরগঞ্জ উপজেলার আরাজী গঙ্গারামপুর দারুল কোরআন ছওতুল হেরা হাফেজিয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই মাদ্রাসা মাঠে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু তার ব্যক্তিগত তহবিল থেকে ওই লেপ বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরওয়ার জাহান, শেখ হাসিনা আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক জালাল উদ্দিন মানিক, গোবর্দ্ধানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাগর, দৈনিক আলোর সংবাদ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম সরকার, মাদ্রাসার মোহতামিম হাফেজ মাও: আবু সুফিয়ান শুভ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সুলতান মাহমুদ, পলাশবাড়ী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা শামছুজোহা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আবু আজাদ বাবলু উপজেলার ১০টি হাফেজিয়া ও এতিমখানায় লেপ বিতরণ করেন।