কালিগঞ্জে কাঁকশিয়ালী ও ইছামতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪টি মশারী জাল ও ১টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। একই সময়ে জব্দকৃত বাগদা পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, শেখ হাফিজুর রহমান প্রমূখ।