নাশকতা পরিকল্পনার অভিযোগে জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ শামছুল হক সহ ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের প্রধান সড়কে আহবায়কের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান সাংবাদিকদের জানান,নাশকতা পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি’র জেলা আহবায়ক তার ব্যক্তিগত কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা আহবায়ক সহ দলটির ২৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলজার হোসেন ও মাসুদ রানা প্রধান পুলিশের এমন অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন,আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপের পৌর নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই এবং নির্বাচনী কৌশল নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছিল। এ সময় পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।