ফটো সাংবাদিক সুভাষ বসু ১২ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পরলোকগমন করেছেন। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার সকালে মহানগরীর রূপসা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি কর্মজীবনে দীর্ঘদিন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। তিনি খুলনার ফটো সাংবাদিক হিসাবে অনেকের প্রিয় ব্যক্তি ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বহুদিন চিকিৎসাধীন ছিলেন। জীবন-জীবিকার জন্য অসুস্থ অবস্থায় কাজ করে গেছেন।