খুলনা জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত বাজেটে ওকালতনামার ফিস ৭০টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পূর্বের ২৯০টাকার স্থলে ৭০টাকা বৃদ্ধি করে ৩৬০টাকা করার প্রস্তাব করা হয়। এছাড়া জামিননামা ১২০টাকার স্থলে ১৫০টাকা, ফটোস্ট্যাট নকলের ফরম আসামী ছাড়পত্র, প্রত্যাদেশপত্র ২০টাকার স্থলে ২৫টাকা করার প্রস্তাব করা হয়েছে।
আজ বুধবার জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের প্রস্তাবিত বাজেটে সাধারণ সদস্যদের সামনে এমনি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলামের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন এ্যাড. কেএম ইকবাল হোসেন।
বাজেট উপস্থাপনকালে তিনি বলেন, সাধারণ তহবিলে আয় বৃদ্ধি ব্যতীত সমিতির বিশাল ব্যয় নির্বাহ সম্ভব নয়। সমিতির উন্নতি ও বিপুল ব্যয় নির্বাহের জন্য বর্তমান অবস্থার প্রেক্ষিতে ওকালতনামা ২৯০ টাকার স্থলে ৭০ টাকা বৃদ্ধি করে ৩৬০টাকা করার প্রস্তাব করছি।