নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে খুলনা মেট্টোপলিটন পুলিশের উদ্যোগে ‘বার্ষিক পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১’ এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
উদ্বোধনকালে তিনি কেএমপি’র পুলিশ কমিশনার সকল টিমের খেলোয়াড়দের উদ্দেশ্যে খেলাধুলা এবং শরীরচর্চার গুরুত্ব ও সুফল সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তৃতা করেন খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন।
এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল¬া জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, কেএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, সকল টিমের খেলোয়াড়বৃন্দ ও ফোর্স।