সাতক্ষীরার কালিগঞ্জে দুটি সোনার বারসহ আন্তঃজেলা সোনা চোরাচালান ও পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটক সোনার ওজন ১ কেজি ১শ ১০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৬১ লক্ষ ৮৭ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার বিকালে কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী কালিগঞ্জ থানায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর গোয়ালনগর এলাকার হরিপদ ঘোষের ছেলে সুব্রত ঘোষ (৫৬) ও তার ড্রাইভার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া মুড়িপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে তপু দাস (২৫) সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাসেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের হিজলার মোড় থেকে দুটি সোনার বারসহ তাদেরকে আটক করেন। এসময় তাদের বহনকারী প্রাইভেট কারটিও জব্দ করা হয়।