কুড়িগ্রামের উলিপুরে পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসছে ৩০ জানুয়ারীর পৌর নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা। তিনি উন্নয়নের স্বার্থে পৌরবাসীকে নৌকায় ভোট দেয়ার উদাত্ব আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুন-অর-রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রুহুল আমীন দুলাল,
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, প্রবীণ আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, শিউলী বেগম, কানাডা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালমান হাসান ডেভিড মারজান ও মেয়র প্রার্থী আলহাজ্ব মামুন সরকার মিঠু প্রমুখ। সভাটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক প্রভাষক স.ম আল মামুন সবুজ।