কাউন্সিলর প্রার্থীসহ ২জন মৃত্যুর থমথমে পরিবেশে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ঝিনাইদহ নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আইনশৃংখলা ঠিক রাখতে শৈলকুপা পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। ভোটারদের মাঝে উদ্বোগ আর উৎকণ্ঠা থাকলেও বড় ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৭ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আইনসার বাহিনী ও পুলিশ প্রস্তুত রাখা হয়েছে।
১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে। আইন ভাঙ্গলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ জানান, আজকের নির্বাচনে ১টি চেয়ারম্যান পদের বিপরীতে ৪ জন, ৯ জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩৬ জন, ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
শৈলকুপা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১১৩ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫১৯ জন। প্রতিটি ভোট কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিভিন্ন কেন্দ্রে ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শহরে দুই প্লাটুন বিজিবি, ৪শ’ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। শুধুমাত্র ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মৃত্যুর কারণে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন স্থগিত রয়েছে।