চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ যাদবপুর এলাকায় ঝিনাইদহ চুয়াডাঙ্গা হাইওয়ে মেসার্স মনিরুল ইসলাম ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাজাসহ এক পাচারকারীকে আটক করেছে , র্যাব-৬ এর একটি আভিযানিক দল। আজ (১৬ জানুয়ারি) শনিবার সকাল ৬ টার দিকে র্যাব এই অভিযান চালায়।
গাজাসহ আটককৃত পাচারকারী চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের মৃত হযরত মালিতার ছেলে জিনারুল হোসেন (৩৯)। র্যাব তার বিরুদ্ধে মামলা দিয়ে দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।
র্যাব ৬ সিপিসি-২ কো¤পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৬ জানুয়ারি) শনিবার সকাল ৬ টার দিকে র্যাব অভিযান চালিয়ে ৮ কেজি গাজাসহ জিনারুল হোসেনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারার মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর সোপর্দ করা হয়েছে।