ভিটেমাটি ও জমিজমা ভাগাভাগি নিয়ে সামান্য কথাকাটি হয় চাচাতো ভাই মাশরিকুল ইসলামের সাথে। তাতে ক্ষিপ্ত হয়ে আপন চাচাতো ভাই মহিদুল মোল্যার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত। রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নেবার পথে মৃত্যু হয়েছে মোঃ মহিদুল মোল্যার।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে ঘটেছে ঘটনাটি। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে এসব তথ্য জানা গেছে। নিহত মোঃ মহিদুল ইসলাম মোল্যা রূপসার আনন্দনগর গ্রামের মোঃ ছহির উদ্দিন মোল¬ার ছেলে। হত্যাকান্ডের পর থেকে পলাতক মোঃ মাসিকুল মোল¬া (২৩)। সে একই এলাকার মোঃ মিজানুর মোল¬ার ছেলে।
একাধিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের হাইস্কুলের পাশে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মহিদুল মোল¬া ও তার আপন চাচাতো ভাই মাসিকুল মোল¬ার সাথে কথা কাটাকাটি ও বাক-বিতান্ডার ঘটনা ঘটে। এ বিরোধের জেরধরে মাসিকুল মোল¬া হটাৎ ঘরে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে এসে ভাই মোঃ মহিদুল মোল¬ার (৪০) ঘাড়ে কোপ মারে।
এতে ঘটনাস্থলেই ঢলে পড়েন মহিদুল। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মহিদুল মোল¬ার মৃত্যু হয়। দুপুর আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে রক্তাক্ত দা উদ্ধার করেছে পুলিশ।
রূপসার থানার ওসি তদন্ত মোঃ ইব্রাহিম হোসেন সোহেল জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে চাচাতো ভাই মাসিকুল মোল¬া কুপিয়ে হত্যা করেছে মহিদুল মোল¬াকে। ঘটনার পর পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ঘাতক মাসিকুল মোল¬াকে গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।