শৈলকুপা পৌরসভা নির্বাচনে বে-সরকারীভাবে নৌকা প্রতিক কাজী আশরাফুল আজম ১০,৮৮৭ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক ৭,২৮১ তৈয়ুবুর রহমান খান, ধান প্রতীক ১,৫৬৯ খলিলুর রহমান, লাঙ্গন প্রতীক ১৫৫ আবু জাফর।
শৈলকুপা পৌর নির্বাচন সকাল ৮ টায় শুরু হয়ে ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। তীব্র শীত ঊপেক্ষা করে নারী পুরুষ ভোট কেন্দ্রে উপস্থিতি হন। জেলা নির্বাচন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ রোকুনুজ্জামান। তাকে সহযোগিতা করেন- উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা জুয়েল আহমেদ।