খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৫ দফা আন্দোলনে যুক্ত থাকার কারণে বাংলা ডিসিপি¬নের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (‘১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপি¬নের ইমামুল ইসলামকে (‘১৭ ব্যাচ) অসদাচরণের অভিযোগে বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান তারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মোবারক হোসেন নোমান। এসময়ে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উলে¬খ্য, ২০১৯ সালের ১৩ নভেম্বর শিক্ষার্থীরা ৫ দফা দাবি সংক্রান্ত স্মারকলিপি ছাত্রবিষয়ক পরিচালকের মাধ্যমে উপাচার্যের কাছে পেশ করে। তাতেও কোনো সমাধান না পেয়ে গেল বছরের ১ জানুয়ারি শান্তিপূর্ণ আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
কিছুদিন পর আন্দোলন চলাকালীন দু’জন শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগে খুবি প্রশাসন শিক্ষার্থীদের বক্তব্য জানতে চায়। তদন্তের পর গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব মোঃ শরীফ হাসান লিমন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আবাসিক হলে জুনিয়র শিক্ষার্থীদের রাতভর শারীরিকভাবে নির্যাতন ও গালিগালাজ করার অপরাধে পাচঁ জন এবং তদন্ত ও একাডেমিক কার্যক্রমে বাঁধা সৃষ্টি করার দায়ে আরো দুইজন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।