রাজশাহী-১( তানোর- গোদাগাড়ীর) নির্বাচনী এলাকার গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কাঁকনহাট পৌরসভার নির্বাচনে দেশরতœ শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতীকের বর্ষীয়ান আ”লীগ নেতা একাধিক বারের জনপ্রতিনিধি জননেতা কেএম আতাউর রহমান বিজয়ী হওয়ায় তানোর উপজেলা আ”লীগের সভাপতি মুণ্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং তানোর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী পৌর আ”লীগ সভাপতি ইমরুল হক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও বর্ষীয়ান নেতার বিজয়ে উষ্ণ অভিনন্দন ও মুজীবিয় শুভেচ্ছা জানিয়েছেন সাবেক জেলা আ”লীগের সাধারন সম্পাদক জননেতা আসাদুজ্জামান আসাদ।
জানা গেছে, ২য় ধাপের পৌরসভা নির্বাচনে কাঁকনহাট পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল শনিবারে।এনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কেএম আতাউর রহমান ৫ হাজার ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম ধানের শীষের প্রার্থী হাফিজুর রহমান হাফিজ পেয়েছেন ৫ হাজার ১২২ ভোট। ব্যাপক হাড্ডাহাড্ডি লড়ায়ে বর্ষীয়ান নেতা আতাউর রহমান বিজয়ের মালা পরেন।
মেয়র রাব্বানী, মামুন জানান বর্ষীয়ান ত্যাগী পরিক্ষিত নেতাকে নৌকা প্রতীক দিয়ে মুল্যায়ন করায় দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাঁকনহাট পৌরবাসি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্ষীয়ান নেতাকে বিজয়ী করায় ভোটারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাবেক জেলা আ”লীগের সাধারন আসাদ জানান, ত্যাগী পরিক্ষিত জনপ্রিয় নেতাদের মুল্যায়ন করে রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করছেন দেশরতœ বঙ্গ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনা। সেই সাথে কাঁকনহাট পৌরবাসিকেও অভিনন্দন