খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর বিরুদ্ধে মিথ্যা মামলা ও কুৎসা রটানোর প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, খুলনা টিভি ক্যামেরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পিকচার প্যালেস মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সুনীল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এসএম হাবিব, সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল¬া, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, মলি¬ক সুধাংশু, মামুন রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মোঃ মাহবুব আলম সোহগ, সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক নেতা মুহাম্মদ আবূ তৈয়ব, মোঃ শাহ আলম, আমিরুল ইসলাম, এএইচএম শামিমুজ্জামান, বাবুল আকতার, শেখ লিয়াকত আলী, নেয়ামুল হোসেন কচি, আজিজুল ইসলাম, মাহাবুবুর রহমান মুন্না ও আসাদুজ্জামান খান রিয়াজ।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তৃতা করেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত ঘোষ, মহানগর ছাত্রলীগ সাধারণ আসাদুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান রাজেশ ও শেখ আবুল হালিম প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন টিভি রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ এমডি অসিম, এসএম ফরিদ রানা, হাসান আল মামুন, শেখ আল এহসান, কৌশিক দে বাপী, মাকসুদুর রহমান, রিতা রানী দাস, আমজাদ হোসেন লিটন, শিশির রঞ্জন মলি¬ক, শাহজালাল হোসেন মিলন, মোঃ আবুল বাশার, মোঃ সোহেল, মোঃ রফিক আলী, শেখ জালাল, ইয়াসির আরাফাত অনিক, রকিবুল ইসলাম মতি, মাহবুবুর রহমান মাহবুব, মোঃ শহিদুল ইসলাম, বাপ্পী খান, নাজমুল হক পাপ্পু, দেবব্রত রায়, তরিকুল ইসলাম ডালিম, আঃ রাজ্জাক, রোমানিয়া ইসলাম ও আনিসুর রহমান কবির মুন্সি।
এছাড়া সংহতি প্রকাশ করেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন খুলনা শাখা, সংবাদপত্র হকার্স ইউনিয়েনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।