গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় একমাত্র একটানা ৪র্থ বার ১নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলেন ছামিউল ইসলাম। সুন্দরগঞ্জ পৌরসভা ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালে। প্রথম নির্বাচনে ৬ জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৩০ ভোট পেয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
এরপর ২০১১ সালের নির্বাচনে দ্বিতীয়বার ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে তৃতীয় বার কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া, গত ১৬ জানুয়ারি/২০২১ ইং নির্বাচনে চতুর্থবার কাউন্সিলর নির্বাচিত হলেন।
ছামিউল ইসলাম জানান, উন্নয়নের পাশাপাশি এলাকার লোকদের সাথে সুসম্পর্কসহ সুখে-দুঃখে পাশে থাকার কারণে আন্তরিক ভালবাসা সৃষ্টি হওয়ায় জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন। এ পৌরসভায় তিনিই একমাত্র টানা চারবার কাউন্সিলর নির্বাচিত হলেন। ছামিউল ইসলাম ১নং ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে।