র্যাব-৬, (সদর কোম্পানী)খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, খুলনা মহানগরের জিরো পয়েন্ট এলাকায় জনৈক কবির হোসেন এর কবির ভ্যারাইটি ষ্টোর নামক চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র/মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি আজ রবিবার বেলা ১ টা ৩০ মিনিটে সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে শ্রী ত্রিনাথ চন্দ্র দাস ওরফে বিপ¬ব(৪০), পিতা-মৃত-হরেন্দ্রনাথ দাস, সাং-১নং নেভি গেইট, ওয়াড নং-১৫ থানা-খালিশপুর, জেলা-খুলনা’কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেহ তল¬াশিকালে আসামীর পরিহিত ডান পকেটে একটি কালো রং এর পায়ের মোজার মধ্যে হতে, ৫ (পাঁচ) রাউন্ড তাঁজা কার্তুজ, ০২টি মোবাইল ফোন, ০৩টি সীমকার্ড এবং ৫০০০ (পাঁচ হাজার) নগদ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার হারিনটানা থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে অস্ত্র আইন Arms act 1878 এর ১৯ (অ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।