খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে আজ রবিবার সকাল থেকে সড়ক ও জনপদ রাস্তার দু’পাশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। এর আগে শেরে বাংলা রোড চার লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ ময়লাপোতা মোড়ে উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস। আরো উপস্থিত ছিলেন সওজ সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ।