হাজার মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের মাতা পমিজান বেওয়া (৭০)।
সোমবার (১৮ জানুয়ারি) বাদ যোহর উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মুত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, নন্দীগ্রাম মনসুর হোসনে ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সিরাজুল ইসলাম,নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ। এছাড়াও বিভিন্ন মহল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছে।