বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল কাদের (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। আজ সোমবার দুপুর ২টার দিকে নগরীর ৬/২ বাবুখান রোডস্থ বাসায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তিনি সাত ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (এডমিন) পদে চাকরি থেকে ১৯৯২ সালে অবসরে যান তিনি। মরহুমের ছেলে ফাল্গুনী পরিবহনের পরিচালক শেখ আব্দুল আলিম তার পিতার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
তিনি জানিয়েছেন, আগামীকাল জোহরবাদ টিএন্ডটি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে টুটপাড়া কবরস্থানের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।