খুলনা মহানগরীর মোহাম্মদ নগর রূপসী রূপসী আবাসিক এলাকার সামনে সাতক্ষীরা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস তল্লাশী করে স্বর্ণের চালানসহ একজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। কেএমপির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেনের নেতৃত্বে উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। আটককৃত শেখ শামীম হোসেন (৫৩) সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা এলাকার মৃত রায়হান উদ্দিনের ছেলে। এ স্বর্ণ নিয়ে সে ঢাকায় যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।