কুড়িগ্রামে দেশের সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের এইচডি চ্যানেল এসএটিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে এসএটিভি’র সাফল্য কামনা করে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, উপাধ্যক্ষ ও রামকৃঞ্চ মিশনের সাধারণ সম্পাদক উদয় শংঙ্কর চক্রবর্তী , টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শ্যামল ভৌমিক, আশরাফুল হক রুবেল, ওয়াহিদুজ্জামান তুহিন, শাহ্ আলম, আরিফুল ইসলামসহ অন্যান্যরা।