মেহেরপুরের গাংনীতে পৃথক ১০ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু করেন পরিবেশ অধিদপ্তরের ভ্র্যাম্যমান আদালতের একটি বিশেষ টিম।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, অধিকাংশ ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, নেই পরিবেশ অধিদপ্ততরের ছাড়পত্র। তাছাড়া জনবহুল এলাকায় ইটভাটা প্রস্তুত ও আবাদী জমিতে ইটভাটা স্থাপনের কারণে অভিযান চালানো হয়। এসময় ৫ টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।
এ অভিযানে তমা ব্রিক্সের ৭ লাখ টাকা, জোয়ার্দ্দার ব্রিক্সের ৬ লাখ টাকা, সমতা ব্রিক্সের এ ৮ লাখ টাকা, রুপসা ব্রিক্সের ৭ লাখ টাকা, এবং থ্রী স্টার ব্রিক্সের ৪ লাখ, বস ব্রিক্সের ৪ লাখ, বেস্ট ব্রিক্সের ৫ লাখ, এবং একতা ব্রিক্সের এ ৬ লাখ, ভিষণ ব্রিক্সের ৭ লাখ ও জনতা ব্রিক্সের ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান। এসময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জোনের উপ-পরিচালক আতাউর রহমানসহ র্যাব-৬এর ডিএডি শফিকুল ইসলাম,ফায়ার সাভিসের স্টেশন মাস্টার ইসাহাক আলীসহ পুলিশেলএকটি টিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, অধিকাংশ ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ অধিদপ্ততরের ছাড়পত্র না থাকায় এ সকল ভাটায় জরিমানা আদায় করা হয়েছে। ইট প্রস্তুত ইটভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ি এ জরিমানা করা হয়। অভিযান সারাদিন চলবে বলেও জানান তিনি।