ডুমুরিয়ার উপজেলার মাগুরাঘোনার ঘোষড়া গ্রামে সচেতন সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত বিনামূল্যে বৃক্ষ প্রদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নিজ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত বিনামূল্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা আজ মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ তসলিম হুসাইন তাজ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, বিশেষ অতিথি বক্তব্য রাখে সংগঠনের আজীবন সদস্য ও তরুণ সমজ সেবক মোঃ রবিউল ইসলাম রবি, তরুণ সমাজ সেবক ও ভার্গো বাংলাদেশের মাকেটিং ম্যানেজার মোঃ আসহানুল হক খোকন, বক্তব্য রাখেন ইউ.পি সদস্য মাহবুর রহমান গাজী, সাবেক ইউপি সদস্য এনামুল হক ছোট্টন,সমাজ সেবক ওয়াজেদ আলী খান,আব্দুর রউফ মোড়ল,আসাদুজ্জামান মিনু, সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুল কুদ্দুস মুন্না, যুগ্ম সম্পাদক মোঃ মিনারুজ্জামান, কোষাধাক্ষ্য ইসমাইল হোসেন জীবন,প্রতিষ্ঠাকালিন সদস্য বদরুজ্জামান বদরুল, শাহিনুর রহমান, মিকাউর রহমান আকাশ , শফিকুল ইসলাম শেখ, ইকবল হোসেন,হাসানুর রহমান, আজমির হোসেন দোলন, রিয়াজুল মোড়ল, জি এম পলাশ হোসেন,আব্দুল কুদ্দুস মোড়ল, ইয়াসিন সরদার, শফিকুল সরদার, আসাদুজ্জামান লিটন,সাজু রহমান, জাহাঙ্গীর হোসেন, মোঃ আমিনুর রহমান, সোহবার মোড়ল,আল মামুন সরদার, মোঃ হাদী মোড়ল,রেজওয়ান সরদার, এম এম ফিরোজ হোসেন,মফিজুর রহমান বাপ্পি, মুকুল সরদার,আবু দাউদ ,ফারুক মোড়ল, অহিদুল ইসলাম, সবুজ খান, মনিরুল ইসলাম,মামুন তালুকদার ,রনি মোড়ল,ইমদাদুল হক মিলন,জাহিদুর রহমান গাজী,রকিবুল সরদার, সুমন মোড়ল, মুন্না গাজী ,রাকিব গাজী, মোড়ল আলিমুল, আসিফ সরদার প্রমূখ।
সচেতন সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত বিনামূল্যে দুস্থ, অসহায় এবং হতদরিদ্রদের মাঝে ২০০টি কম্বল প্রদান করেন।