ঝিনাইদহে সদর উপজেলার বাড়ীবাথান গ্রামের একটি বাগান থেকে অজ্ঞাত এক নারীর (৪৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এলাকাবাসী সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া সঠিক করে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে এলাকার সচেতন সাধারণ মানুষ প্রাথমিকভাবে ধারণা করছে, অন্য এলাকা থেকে এসে ওই স্থানে আত্মহত্যা করতে পারে ওই নারী।