পীরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পীরগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর সরকার সুমনের সঞ্চালনায় ওই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মন্ডল সেবু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান স্বাধীন, পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান স্বাধীন যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিক (বিএসসি), যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুন হাসান হৃদয় যুগ্ম আহবায়ক হানিফ মন্ডল, জেমিন মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।