করোনাভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারনে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কায়কোবাদ শরীফ এর নির্দেশনায়, মাগুরা জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ আমমার হোসেন সোমবার সকালে মাগুরা নোমানী ময়দানে ৩০০ টি দুস্থ ভিডিপি সদস্য-সদস্যা পরিবারদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ০৫ কেজি, ডাউল ০১ কেজি, তেল ১ লিটার, পিয়াজ ১কেজি, আলু ২ কেজি, সাবান ১টি, মাক্স ১টি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা অফিসার জনাব টিপু গাজী, সদর উপজেলা প্রশিক্ষক জনাব টিপু বিশ্বাস, সদর উপজেলা প্রশিক্ষিকা ষষ্ঠী রাণী মজুমদার, আনসার ভিডিপির গোয়েন্দা সংস্থার সদস্য এবং ইউনিয়ন দলপতি, দলনেএী ও আনসার কমান্ডারগন।