খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর Skills-21 প্রকল্পের অধিনে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ও কারিগরি শিক্ষায় প্রতিবন্ধি ছাত্র/ছাত্রীদের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ও মহানগর প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ বুধবার সকাল ১০ টা প্রতিষ্ঠানের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব কাজী নেয়ামুল শাহীন। সভাপতি তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই। বর্তমান সরকার দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং কারিগরি শিক্ষার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে “জাতীয় দক্ষতার উন্নয়ন নীতি -২০১১ অনুমোদিত হয়েছে, উক্ত নীতিমালা অনুযায়ী বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো (NTVQF) এর আওতায় অকুপেশন ভিত্তিক কম্পিটেন্সি বেজড ট্রেনিং এন্ড এ্যাসেসমেন্ট করছে এবং সকল শিক্ষা ব্যবস্থায় ৫% প্রতিবন্ধি কোঠা নির্ধারণ করেছে।
যারই ধারাবাহিকতায় আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। সকলকে স্বাগত জানিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস এন্ড ডিজএ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর হেড অব অপারেশন আজিজা আহমেদ, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, বাংলাদেশ বিজনেস এন্ড ডিজএ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া, খুলনা মহানগর প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ এর সভাপতি আঃ সালাম হাওলাদার ও উপদেষ্টা মইনূল ইসলাম, খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের একাডেমিক ইনর্চাজ জনাব নুরজাহান আক্তার এবং এছাড়া বক্তব্য রাখেন, বিভাগীয় প্রধান জনাব সোহরাব হোসেন, জনাব মান্না মেহেদি বকুল, জনাব মাছুম বিল্লাহ, জনাব সাধন কুমার বিশ^াস, জনাব বিশ^জিৎ মন্ডল প্রমুখ। এছাড়া জনাব সমীর কুমার দাস, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, Skills-21 প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন।
এছাড়া প্রকল্পের, সকল বিভাগ, শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি, হোস্টেল ও রোভার স্কাউটের সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, কারিগরি শিক্ষার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে, বাংলাদেশকে দারিদ্র বিমোচন ও মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার জন্য TVET সেক্টর বিশেষ ভূমিকা পালন করছে। তিনি আত্মবিশ্বাসি যে অত্র অঞ্চলের প্রতিবন্ধিসহ বেকার যুবরা ILOএর Skills-21 প্রকল্পের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগর হিসাবে প্রতিষ্ঠিত হবেন।