রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে ইসমত শেখ কেচির (৩৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। নিহত ইসমত শেখ স্বর্পবেতেঙ্গা গ্রামের মৃত আসমত শেখের ছেলে।
বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় জামালপুর ইউনিয়নের গোসাইগোবিন্দপুর এলাকাতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামালপুর ইউপি চেয়ারম্যান ইউনুস আলী সরদার জানান, নিহত কেচির শেখ একজন প্রতিবন্ধী কৃষক। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বাজার থেকে ট্রেন লাইন দিয়ে বাড়ী ফিরছিল।
গোপালগঞ্জ থেকে ছেরে আসা ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ টি উদ্ধার করে।