সাতক্ষীরার কলারোয়ায় ১২২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ আজ বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেরালকাতা ইউনিয়নের দক্ষিণ বহুড়ার মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চন্দনপুর ইউনিয়নের পূর্ব ভাটিয়ালি গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে আব্দুল গফফার (৪৫) ও উত্তর ভাটিয়ালি গ্রামের কাসেম আলী সরদারের ছেলে আরিজুল ইসলাম (৩০) কলারোয়া থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, দুই মাদক ব্যবসায়ীকে ১২২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।