কুড়িগ্রাম জেলা কারাগারে কয়েদী ও হাজতী কারা বন্দীদের জীবন-মান উন্নয়নে আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারি জেল সুপারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে ।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেল সুপার তাসলিমা তাসমিম, পাবিলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, অধ্যক্ষ রিতা রাণী দেব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোখশানা বেগম লিপি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সিভিল সার্জনের প্রতিনিধি এবং সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ।
জেলা প্রশাসকের নেতৃত্বে কারা পরিদর্শক টিম সভা শেষে কারাগার পরিদর্শন করেন। এসময় টিম বন্দীদের খাবার মান, চিকিৎসা ব্যবস্থা, খেলাধূলার মত ব্যবস্থা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
শেষে কারা অভ্যন্তরে কারাবন্দিদের দ্বারা মাছ ধরার জাল ও মহিলা কারাবন্দিদের দিয়ে নকশীকাথা তৈরীর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। কারাবন্দি মহিলাদের সাথে ৪ জন শিশু সন্তানও কারাগারে রয়েছে। শিশুদের বিনোদনের জন্য খেলার সামগ্রী, চকলেট, চিপস প্রদান করা হয়।
সভায় জানানো হয় কুড়িগ্রাম কারাগারের বন্দি ধারণ ক্ষমতা মাত্র ১৬৩ জন। কিন্তু সেখানে বৃহস্পতিবার বন্দি সংখ্যা ছিল ৫’শ ২৭জন। এর মধ্যে মহিলা ১৫ জন, ৩ জন ভারতীয় নাগরিক রয়েছে। কারাগারের ধারণ ক্ষমতা বৃদ্ধিসহ আধুনিক কারাগার নির্মানে প্রয়োজনী উদ্যোগ গ্রহনের জন্য এ সময় কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে পরামর্শ দেয়া হয়।