যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র শপথ গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার বিশ্ব রাজনীতিতে কর্তৃত্ববাদী শাসন এর বিপরীতে গণতন্ত্রের সপক্ষে জোরালো ভূমিকা রাখবে।
‘জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, অভিবাসী কার্যক্রম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের যে সূচনা হয়েছে তা বিশ্ব রাজনীতিতে স্বস্তির আবহ তৈরি করবে।
আমরা প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি ও তাঁদের সফলতা কামনা করছি।