নীলফামারীতে ‘ক’ শ্রেনীর ৬৩৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা বাড়ী বিতরন উপলক্ষে পূর্ব প্রস্ততি হিসেবে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।
বৃহম্পতিবার (২১ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান জেলায় ‘ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৬৩৭ টি পাকা ঘর বিতরন করা হবে।
তিনি জানান, মজিব বর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় নীলফামারী জেলায় আগামী ২৩ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।
এ জেলার মধ্যে নীলফামারী সদর ৯৯, সৈয়দপুর ৩৪, ডোমার ৩৮, ডিমলা ১৮৫, জলঢাকা ১৪১ ও কিশোরগঞ্জ উপজেলায় ১৪০ টি সহ ৬৩৭ পরিবার প্রথম পর্যায়ে এই ঘর পাবে। এতে ১২ দশমিক ৭৪ একর জমি সরকারের পক্ষ থেকে ওই পরিবার গুলোর মাঝে বরাদ্ধ দেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণ বাবদ ব্যয় ধরা হয় ১ লাখ ৭৫ হাজার টাকা। এখানে পরিবহন খরচ বাবদ চার হাজার টাকা রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এনডিসি) মুরাদ হাসান বেগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. এলিনা আকতার ও আরডিসি বেলায়েত হোসেন প্রমুখ।