ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযানের ২য় দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে ১০টি অবৈধ ইটভাটা। এ নিয়ে গত দু’দিনে জেলার সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।
এছাড়াও চারটি ইটভাটায় জরিমানা করা হয় ২৩ লাখ টাকা। আজ বৃহস্পতিবার শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।
সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। অভিযানে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।