“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আগামীকাল (শনিবার) ভূমিহীন ও গৃহহীন ২’শ ৭২ পরিবার পাচ্ছেন বারান্দাসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাঁকা ঘর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপজেলায় যাচাই-বাছাই করে ভূমিহীন ও গৃহহীন ২’শ ৭২ পরিবারকে ঘর দেয়া হচ্ছে। এর মধ্যে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে ৭৩ পরিবার, সোরারায় ৯, সর্বানন্দ ৩৬, শান্তিরাম ৪২, রামজীবন ৫৭, ধোপাডাঙ্গা ১৮, কঞ্চিবাড়ী ২৭, শ্রীপুর ৬ ও সুন্দরগঞ্জ পৌরসভায় ৪ পরিবার ঘর পাচ্ছেন। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এসব ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে।
অল্প কিছু ঘরের কাজ আগামী ২/১ দিনের মধ্যে শেষ হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, ২’শ ৭২টি ঘর নির্মাণের জন্য সরকারিভাবে ৪ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ মেলে। প্রতিটি ঘর বারান্দা সংযুক্ত ০২ কক্ষ বিশিষ্ট রান্না ঘর ও বাথ রুমসংযুক্ত নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয়া তথ্যে জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি শনিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এসকল পরিবারকে ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
ওই দিন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনওসহ স্থানীয় জনপ্রতিনিধিগণের উপস্থিতিতে এ উপজেলার ২’শ ৭২ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘরের দলিল সংক্রান্ত নথিপত্রও হস্তান্তর করা হবে।