বাগেরহাটে সাত বছর বয়সী শিশুকে ধর্ষনের অভিযোগে এনাম শেখ(২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে নির্যাতনের শিকার মেয়েটের মা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় এই মামলা দায়ের করেন।
অভিযুক্ত এনাম শেখ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মূলঘর গ্রামের মুদিদোকানদার মালেক শেখের ছেলে।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে নির্যাতিত মেয়েটির মা বলেন, ৫ জানুয়ারি মঙ্গলবার মেয়েকে একা বাড়ি রেখে ছোট সম্তানকে নিয়ে বাগেরহাট শহরে চিকিৎসকের কাছে যাই। আমার স্বামীও মানুষের বাড়িতে কামলা দিতে যায়। এই সুযোগে এনাম আমার মেয়েকে তার বাবার দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে আমার মেয়ে আমাকে বিষয়টি জানায়।
এনামের বড় ভাই জাকির শেখকে আমরা বিষয়টি জানাই। তিনি বিচার করার আশ্বাস দিয়ে আজকাল বলে ঘুরাতে থাকে। এদিকে আমার মেয়েও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হতে থাকে। আমি জাকির ও তার বাবাকে বিষয়ট জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। মেয়েকে ডাক্তারও দেখিয়েছি। আমি আমার মেয়ের উপর নির্যাতনের বিচার চাই।
জাকির শেখ স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় মিমাংসার আশ্বাস দিয়ে মামলা করে বিলম্ব করিয়েছেন। যাতে ধর্ষণের আলামত নষ্ট হয় এমন অভিযোগ রয়েছে শিশুটির মায়ের।
বাগেরহাট মডেল থানার ওসি তদম্ত পাম্নু মিয়া বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি। মামলার পরপরই আসামী গ্রেফতারে আমরা অভিযান শুরু করেছি। আমরা ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।