মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমকে মাগুরা থানা পুলিশ গ্রেফতার করেছে। মাগুরা থানা পুলিশ সোমবার রাত সাড়ে ১২ টার দিকে তার ভায়নাস্থ নিজ গবাড়ী থেকে গ্রেফতার করে। এদিকে আব্দুর রহিমকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মাগুরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান হয়েছে।
অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে ছত্রদলের নেতৃবৃন্দ বলেন, বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা যখন করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে কাজ করছিল তখন বিনা কারনে বিনা ওয়ারেন্টে গ্রেফাতার করে বর্তমান স্বৈরাচারি সরকার তাদের আসল রূপ প্রকাশ করতে পিছপা হয়নি।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদিন আটকের বিষয়টি নিশ্চিত করে কি কারনে গ্রেফতার করা হয়েছে তা জানাননি।