সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান(পিপিএম বার) বলেছেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের পোস্টার থানা এলাকাজুড়ে টানানো হবে। গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, রাস্তাঘাটে আপনার সন্তান ইভটিজিংয়ের শিকার হলে থানায় বলবেন। আমরা ব্যবস্থা নিবো।
বখাটে ছেলেরা আজেবাজে স্টাইলে চুল কাটলে তাদেরকে আমরা সতর্ক করে দেই। অনেকের চুলও কেটে দেই। আপনারা এতো মানুষ, কিন্তু কেউ ফোন দিয়ে কোন সমস্যার কথা জানান না।
মাদক নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। কাউকে মাদক বিক্রি করতে দেখলে থানায় জানাবেন। পুলিশ ব্যবস্থা নিবে। যারা মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে তাদের ছবি তুলে আমরা পুরো সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পোস্টার লাগিয়ে দিবো। এর ফলে মাদক বিক্রেতা এবং মাদক সেবনারীকে মানুষ চিনতে পারবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত ) মোহাম্মদ শরিফ আহাম্মেদের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৬নং ওর্য়াড কাউন্সিলর ও প্যানেল মেয়র ২-আলহাজ¦ মতিউর রহমান মতি ও ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠাটির সার্বিক পরিচালোনায় ও উপস্থাপনায় ছিলেন, উপ-পরিদর্শক ফরিদউদ্দিন ও সহকারি উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য নাসিক ৬নং ওর্য়াড কাউন্সিলর ও প্যানেল মেয়র ২-আলহাজ¦ মতিউর রহমান মতি বলেন, থানা পুলিশ চাইলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে কোন সহযোগিতা আমরা করব।
আমি চাই আমার এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকবে না। নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিট পুলিশের কার্যক্রম বাড়াতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা যে কোন দলের লোক হোক তাদেরকে যেন ছাড় দেওয়া না হয়। পুলিশ আমাদের কাছে সহযোগীতা চাইলে আমরা তাদের সহযোগীতা করব।