মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচি উপলক্ষে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমী মিলতানয়নে শনিবার সকাল ১০ টায় ঘটিকায় এক সভা জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী, সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দৌজা শুভ। ভূমিহীন পরিবারকে ২২৫ টি ঘর প্রদানের সিদ্ধান্ত থাকলেও ২৪৯ টি ঘর প্রদান করা হবে। পর্যায়ক্রমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের সংখ্যা বাড়ানো হবে। আগামীতে ঝিনাইদহ জেলায় কেউ গৃহহীন থাকবে না।