রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক যুগান্তরের তানজিমুল হক তানজিমসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা, তানোর উপজেলা শাখা।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে এক অভিনন্দন বার্তায় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রমের ইতিবাচক অবদান অব্যাহত রেখে আরো এগিয়ে যাবে।
এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম ৩৭ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দৈনিক জনকণ্ঠের মামুন-অর-রশিদ মামুন পেয়েছেন ৩১ ভোট।
এর আগে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রফিক ও মামুন দুজনেই সভাপতি পদে সমান সংখ্যক ৩২টি করে ভোট পাওয়ার ফলে সভাপতি পদে শনিবার (২৩ জানুয়ারি) আবারও নির্বাচন হয়। এছাড়া অন্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি সোনালী সংবাদের তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সানশাইনের সরকার দুলাল মাহবুব, সদস্য সমকালের শরিফুল ইসলাম তোতা ও ইত্তেফাকের আনিসুজ্জামান।
সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার পক্ষে প্রেরিত ওই বার্তায় নবনির্বাচিতদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেছেন- সভাপতি লুৎফর রহমান সাধারণ সম্পাদক আব্দুস সবুর ও সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেনসহ অন্যান্য নের্তৃবৃন্দ।