খুলনা মহানগরীর করিমনগর এলাকায় বাজার তদারকিকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। সূত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ (মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায়) লঙ্ঘন করায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। সহযোগিতা করেন ৩ এপিবিএন খুলনা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।