নওগাঁর মান্দায় রোববার পৃথক সড়ক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হলো, সাদিয়া খাতুন (৪) ও মাহিমা আক্তার (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর উত্তরপাড়া গ্রামের সবুজ হোসেনের মেয়ে সাদিয়া খাতুন দাদুর সাথে বাড়ি সংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কের ধারে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সাদিয়া খাতুন দাদুর হাত খুলে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় একটি ভটভটি সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে।
অপরদিকে একইদিন বেলা ১১টায় কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ হাজীর মোড় এলাকায় মায়নুল ইসলামের মেয়ে মাহিমা আক্তার (৬) রাস্তা পারাপারের সময় অটোচার্জারের ধাক্কায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন বলেন, নিহত শিশু দুটির লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।