খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকার শিরোমনি বাইপাসের নানাবাড়ী মোড়ে আজ রবিবার দুপুরে মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক বটিয়াঘাটার হদয় মন্ডলের পুত্র জয়দেব মন্ডল (২৪) গুরুতর জখম হয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, আজ দুপুর ১টার দিকে খুলনা থেকে যশোরমুখী খালি ট্রাক (যশোর ট ১১- ০৮৯৭) নানাবাড়ী মোড়ে আসলে বিল ডাকাতিয়া দিয়ে একটি মোটরসাইকেল (রেজিষ্টেশনবিহীন) মেইন রোডে উঠামাত্র ট্রাকের সামনে পড়ে, এ সময় মটরসাইকেল চালক ট্রাকের নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হয়।
স্থানীয়রা আহত জয়দেবকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স্র নিয়ে ভর্তি করে। পরবর্তিতে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে খুমেক হাসপাতালে প্রেরন করে। খানজাহান আলী থানার এস আই মোঃ নাসির জানান, ট্রাক চালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।