সিদ্ধিরগঞ্জে পাইনাদী পূর্বপাড়া সিআই খোলা এলাকায় ‘পরিবর্তন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। রোববার সকাল ১১’টায় মেহেদী ইমরান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
ইতিমধ্যে মামলার প্রধান আসামী রতন (২৮)’কে গ্রেফতার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার জানান, ব্যবসায়ীদের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ব্যবসায়ী সুলতানের বড় ভাই মোঃ আলাউদ্দিন বাদি হয়ে রতন, রানা, শান্ত, কাদির সহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অফিসে হামলা ও ভাঙচুরের লিখিত অভিযোগ দায়ের করেন। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। পূর্ব শত্রুতার জেরে ১২ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।