ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৮ শে ফেব্রুয়ারি আসন্ন কালিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য একটি সমন্বয় সভা সোমবার বিকাল ৩:৩০ ঘটিকায় কালিগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এ্যাডঃ এম এম মশিয়ুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ এম এ মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ মোঃ মুন্সী কামাল আজাদ পান্নু সহ কালীগঞ্জ থানা ও পৌর বিএনপি’র আহবায়ক ও সকল যুগ্ম আহবায়কগণ।
মোঃ মাহাবুবুর রহমান কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে চুড়ান্ত হয় এবং ঝিনাইদহ জেলা বিএনপি’র পক্ষ থেকে প্রার্থীর হাতে দলীয় ফরম তুলে দেয়া হয় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির কাছে ঝিনাইদহ জেলা বিএনপি পক্ষ থেকে সুপারিস পাঠানো হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।